লিঙ্কনের জুতা পালিশ
আমেরিকান সিভিল ওয়ারের সময় পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট লিঙ্কনকে জুতা পালিশ করতে দেখে খুব অবাক হলেন। বললেন, স্যার, আমাদের দেশে কোনো ভদ্রলোক নিজের জুতা পালিশ করেন না।
লিঙ্কন তাঁর স্বভাবসুলভ বাকপটুতার সঙ্গে পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন, তাহলে কার জুতা পালিশ করেন তাঁরা?
0 Comments
Please do not enter any spam link in the comment box.