sorry তে কি বানান ভুল ছিলো ?
ঝড় বৃষ্টির দিন শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করেই রোদ্রজ্জল আকাশ ভেঙে মেঘ নেমে আসে। এতে অনেকেই বিপদে পড়ছেন। তবে সাজগোজ করে রাস্তায় বের হওয়া ললনারা খুব বেশি বিপদে পড়েছেন। তবে তাদের ঘরেও রেহাই নাই, সেখানে বিপদ। এই যেমন একবার পাত্রপক্ষ গিয়েছে এক মেয়ের বাড়িতে।
কথাবার্তার এক পর্যায়ে ছেলে এবং মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেওয়া হল।
মেয়েঃ তো, কি সিদ্ধান্ত নিলেন?
ছেলেঃ সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।
মেয়েঃ কী ইচ্ছা?!
ছেলেঃ আপনার সাথে একবার বৃষ্টিতে ভিজবো।
মেয়েঃ উফফ! আপনি কি রোম্যান্টিক! তবে এটা বিয়ের পরেও তো করতে পারি।
ছেলেঃ আসলে ব্যাপার সেরকম কিছু নয়। ব্যাপার হল, আমরা আসবো বলে আপনি যেই পরিমান মেকআপ নিয়েছেন। সেটায় আমার সমস্যা।
মেয়েঃ কেন কেন? মানে কী?
ছেলেঃ ইয়ে মানে, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা তো দেখতে পাবো না!
মেয়েটি এ কথা শুনে গেল ক্ষেপে। একবাক্যে এমন সুযোগ্য, সুদর্শন পাত্রকে বাড়ি থেকে বের করে দিল। মন ভালো করতে নিজেই রাস্তায় বেড়িয়ে পড়লো। অসাবধানতাবশত এক বুড়ো লোকের সাথে মেয়েটির অনিচ্ছাকৃত ধাক্কা লেগে গেল।
বুড়ো : I'm Sorry!!!!!
মেয়ে : যত্তসব, অন্ধ নাকি? চোখে দেখেন না? (মেজাজ খারাপ ছিল বলে)
মেয়েটি কিছুদূর যেতেই এক স্মার্ট ছেলের সাথে ধাক্কা খেল।
ছেলেঃ উফফফ I'm Sorry! আপনার লাগেনি তো?
মেয়েঃ it's okay, না আমি ঠিক আছি।
ছেলেঃ আমরা বন্ধু হতে পারি?
মেয়েঃ অবশ্যই।
ছেলেঃ তাহলে, এক কাপ চা হয়ে যাক?
মেয়েঃ হ্যাঁ চলুন।
ছেলে আর মেয়ে চলে যাওয়ার সময় বুড়ো মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করলো: এই মেয়ে! আমার sorry তে কি বানান ভুল ছিলো ?
0 Comments
Please do not enter any spam link in the comment box.